
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ শুরু হয়েছে আজ সোমবার। সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৩৪.৩ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দিয়েছেন তানভীর ইসলাম ও খালেদ আহমেদরা। অর্থাৎ জয়ে সিরিজ শুরু করতে বাংলাদেশের দরকার ১৪৮ রান।
সফরকারীদের ১০০ রানের আগেই অলআউট করার সুযোগ ছিল বাংলাদেশের। কেননা ৮৫ রানেই কিউইদের ৯ উইকেটের পতন ঘটান বাংলাদেশের বোলাররা। কিন্তু নিউজিল্যান্ডের ১০ উইকেটের জুটিতে ভুগে লাল-সুবজের প্রতিনিধিরা। শেষ উইকেটের জুটিতে ৬২ রান তুলে দলীয় সংগ্রহ ১৪৭ এ নিয়ে যায় কিউইরা।
এদিন টস জিতে আগে ব্যাটিং নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। দলীয় ৫ রানে ওপেনার ডেল ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার শরিফুল ইসলাম। এরপর ৮ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। অর্থাৎ দলীয় ১৩ রানে নেই ৪ উইকেট।
আউট হওয়া চার টপঅর্ডারের (ফিলিপস, ম্যাথিউ বয়লি, মোহাম্মদ আব্বাস ও নিক কেলি) কেউই রানের খাতা খুলতে পারেননি। শুরুর দিকে একপ্রান্ত ধরে খেলেছেন ওপেনার রায়েস মারিউ।
৮৫ রানে ৯ উইকেটের পতনের পর নিউজিল্যান্ডের হয়ে একাই লড়াই করেন আটে নামা ডিন ফক্সক্রফট। একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে ৭২ রানের বীরত্বপূর্ণ এক ইনিংস খেলেন। ৩৫তম ওভারে এবাদত হোসেনের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ হলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন স্পিনার তানভীর আহমেদ ও পেসার খালেদ আহমেদ। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।