
অবশেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। এর আগে মঙ্গলবার (২০ মে) বিকেলে বৈরি আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ না করতে পেরে বিমানটি ফিরে যায় কলকাতায়। তার কিছুক্ষণ পর ফের রওনা দিয়ে অবশেষে ঢাকায় অবতরণ করে বিমানটি।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শেষ করে মঙ্গলবার বেলা ৫টায় দেশে ফেরার কথা ছিল মুর্শেদ-ফয়সালদের। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের বহনকারী বিমানটি ঢাকার বিমানবন্দরে প্রথম দফায় অবতরণ করতে না পেরে ফিরে যায় কলকাতায়। অবশেষে ফের রওনা দিয়ে বিমানটি অবতরণ করতে পেরেছে ঢাকায়।
খেলোয়াড়দের নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটির শাহজালাল বিমানবন্দরে অবতরণের খবর নিশ্চিত করেছে বাফুফে।
বাফুফে থেকে জানানো হয়, ‘বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়।’
সবশেষ আপডেট অনুযায়ী, দলটি বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দল সরাসরি বাফুফে ভবনে আসবে।
অরুনাচলে হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের কাছে রোববার ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।