দেড়শ হলে ৬ সিনেমার লড়াই

প্রতি বছরই ঈদের সিনেমা মুক্তি নিয়ে চলে মাতামাতি। এবছরও উত্তেজনাপূর্ণ লড়াই অপেক্ষা করছে। এরইমধ্যে ঈদের সিনেমার টিজার, ট্রেলার, গান নিয়ে জমজমাট সিনেমাপাড়া। রোজার মাসের প্রথমদিকে আলোচনায় ছিল ৬টি সিনেমা। সেগুলো হলো ‘দাগি’, ‘বরবাদ’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘জ্বিন ৩’ এবং ‘পিনিক’। তবে ঈদে মুক্তির মিছিল থেকে সরে গেছে ‘পিনিক’। নতুন করে আলোচনায় যোগ দিয়েছে ‘অন্তরাত্মা’। অর্থাৎ ঈদে ৬টি সিনেমাই মুক্তি পেতে যাচ্ছে।

অনেকে একসঙ্গে ছয়টি সিনেমাকে ঢালিউডের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে করছেন। কারণ দেশে সর্বসাকুল্যে ঈদে হল চালু থাকবে দেড়’শর মতো। এত অল্প হলে ৬টি ছবির মুক্তি মুনাফার জন্য খুব ঝুঁকিপূর্ণ। তারমধ্যে শাকিব খানকে অন্য নায়কদের সাথে তো বটেই, নিজের সাতে নিজেকেই লড়াই করতে হবে হল দখল এবং সাফল্যের জন্য। কারণ তার ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’ নামের দুটি সিনেমা মুক্তি পাবে। বেশ চ্যালেঞ্জ নিয়েই ঈদ কাটবে নাম্বার ওয়ান নায়কের।

কেমন হতে যাচ্ছে ঈদের সিনেমাগুলো, কত বাজেটে কি প্রত্যাশা, কেন ছবিগুলো দর্শকের দেখা উচিত- এসব নিয়ে ছোট্ট এই আলোচনা-

বরবাদ
বাজেট : ১৫-১৭ কোটি টাকারও বেশি
ঈদুল ফিতরের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’। এই সিনেমা পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার প্রথম চলচ্চিত্র। শাকিব খানের অ্যাকশন ও চমকপ্রদ লুক নিয়ে সিনেমাটির টিজার ইতিমধ্যে দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ছবিটির আইটেম সংয়ের প্রমো টিজারও বেশ সাড়া ফেলেছে। ‘বরবাদ’ নিয়ে হল মালিকদের মধ্যে আগ্রহ সবচেয়ে বেশি। এটি মুক্তির পর দেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে খুব ভালো ব্যবসা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রযোজক শাহরিন সুমি জানিয়েছেন, ‘এই সিনেমাটি আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত হয়েছে এবং ঈদে ১০০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে।’ যদিও ১০০টি হলে ছবিটির বিষয়টি বেশ চ্যালেঞ্জিং তবে এর সাফল্যের উপর বাজি ধরা যায়। দেশের পাশাপাশি বিদেশের বাজারেও এই সিনেমা ভালো আয় করবে বলে মনে করছেন বাংলা সিনেমার বাণিজ্য বিশ্লেষকরা। ছবিতে শাকিব খান আছে মূল ভূমিকায়। তার বিপরীতে আছেন ইধিকা পাল। আইটেম সংয়ে ঝড় তুলবেন কলকাতারই আরেক নায়িকা নুসরাত জাহান। প্রযোজকের ভাষ্যমতে ছবিটির নির্মাণ ও প্রচারণা ব্যয়সহ বাজেট প্রায় ১৫-১৭ কোটি টাকা।

দাগি
আনুমানিক বাজেট : প্রায় সাড়ে ৪ কোটি টাকা
ঈদের আরেকটি চমক হতে পারে আফরান নিশোর ‘দাগি’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরে এসেছেন নিশো। তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটির গল্প নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রযোজক শিহাব শাহীন আশা প্রকাশ করেছেন, দর্শকরা এই সিনেমাটি গ্রহণ করবেন। ছবিটির বাজেট প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমাদের বাজেট সাড়ে চার কোটি টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক বাজেট।’

জংলি
আনুমানিক বাজেট : আড়াই কোটি টাকা প্রায়
এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে বুবলী এবং দীঘিকে দেখা যাবে। এই সিনেমাটিও বেশ দর্শক টানবে বলে আশা করা হচ্ছে। সিয়াম আহমেদের লুক এবং গানের জনপ্রিয়তা ইতিমধ্যে আলোচনায় এসেছে। ‘জনম জনম’ শিরোনামের গানটি গেয়েছেন তাহসান ও আতিয়া আনিশা। অনেকেই এই সিনেমাটি থেকে চমক প্রত্যাশা করছেন। বিশেষ করে সিয়ামের কামব্যাক নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। পরিচালক এম রাহিম আত্মবিশ্বাসী, এই সিনেমা দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। সিনেমার প্রযোজক অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান জানান, এ সিনেমার প্রাথমিক বাজেট ছিল দুই কোটি টাকা। তবে সেটা বেড়ে দাঁড়িয়েছে আড়াই কোটি টাকা।

জ্বীন ৩
আনুমানিক বাজেট : দুই কোটি টাকারও বেশি
ঈদে মুক্তি পেতে যাচ্ছে ভৌতিক সিনেমা ‘জ্বীন ৩’। অনেকেই মনে করছেন এই সিনেমাটি চমকে দিতে পারে ঈদের বাজারকে। জাজ মাল্টিমিডিয়ার সিনেমা হিসেবে ভালো কিছু হল দখলে থাকবে এই ছবির। বিশেষ করে সিনেপ্লেক্স বাজিমাক করতে পারে ছবিটি। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সজল, নাদের চৌধুরীসহ অনেকে। ‘জ্বীন’ সিরিজের পূর্বের পর্বগুলোর সাফল্য দেখে ‘জ্বীন ৩’ নিয়ে দর্শকরা আশাবাদী। জাজ বলছে, এই ছবির আনুমানিক বাজেট ৩ কোটির মতো। পুরোপুরি হিসেব করা হয়নি। তবে একটি সূত্র বলছে, এটি প্রায় ২ কোটি টাকারও বেশি বাজেটে নির্মাণ করা হয়েছে।

চক্কর ৩০২
আনুমানিক বাজেট : দেড় কোটি টাকারও বেশি
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন প্রথমবার সিনেমা বানিয়েছেন। এটি তার দীর্ঘদিনের লালিত স্বপ্নের পূরণ। ছবির নাম ‘চক্কর ৩০২’। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত। এই সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন মূল ভূমিকায়। ছবির টিজারটি আলোচনার জন্ম দিয়েছে। তবে এই সিনেমাটির প্রচার কম হয়েছে বলে অভিযোগ আছে। তবে পরিচালক জীবন নিশ্চিত করেছেন, ঈদের পরের সপ্তাহে সিনেমাটির প্রচারণা আরও বাড়ানো হবে। তার দাবি, ছবির শিল্পী সম্মানিই দিতে হয়েছে ৬০ লাখেরও বেশি। পুরো সিনেমার বাজেট তিনি বলতে নারাজ। তবে নানা সূত্রের অনুমান, ‘চক্কর ৩০২’ বানাতে দেড় কোটি টাকারও বেশি খরচ করতে হয়েছে শরাফ আহমেদ জীবনকে।

অন্তরাত্মা
আনুমানিক বাজেট : ৮-১০ কোটি টাকা প্রায়
এটি শাকিব খান অভিনীত একটি অপ্রত্যাশিত সিনেমা যা ঈদে মুক্তির মিছিলে যোগ দিয়েছে। শাকিবের নামটাই যখন হলে দর্শক টানার জন্য যথেষ্ট তখন অপ্রত্যাশিত হলেও ‘অন্তরাত্মা’ ভালো ব্যবসা করবে সেই প্রত্যাশা করাই যায়। কলকাতার দর্শনা বণিকের সাথে জুটি বেঁধে হাজির হবেন শাকিব। পরিচালক ওয়াজেদ আলী সুমন। এই ছবির নির্দিষ্ট নির্মাণ ব্যয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ৮-১০ কোটি টাকা হবে এর বাজেট।

  • Related Posts

    চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ তৈরির সময় পড়ে ২ যুবকের মৃত্যু

    হাবিবুর রহমান মুন্না।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও তৈরির সময় পড়ে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক। বুধবার (০২ এপ্রিল) বেলা…

    Continue reading
    প্রথমবার বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মো‌দী

    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দী। গত ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ তৈরির সময় পড়ে ২ যুবকের মৃত্যু

    চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ তৈরির সময় পড়ে ২ যুবকের মৃত্যু

    প্রথমবার বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মো‌দী

    প্রথমবার বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মো‌দী

    বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    ঈদের তৃতীয় দিনে দেড় লক্ষাধিক দর্শনার্থীর ভিড় চিড়িয়াখানায়

    ঈদের তৃতীয় দিনে দেড় লক্ষাধিক দর্শনার্থীর ভিড় চিড়িয়াখানায়

    ইরানের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে নিয়েছে ট্রাম্প প্রশাসন

    ইরানের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে নিয়েছে ট্রাম্প প্রশাসন

    ভারতে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ২১

    ভারতে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ২১

    কুমিল্লায় গাড়ির চাকার হাওয়ার দেওয়ার মেশিন বিস্ফোরণ, নিহত ১ আহত ২

    কুমিল্লায় গাড়ির চাকার হাওয়ার দেওয়ার মেশিন বিস্ফোরণ, নিহত ১ আহত ২

    দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে, সরকার হার্ডলাইনে যাবে – তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

    দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে, সরকার হার্ডলাইনে যাবে – তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

    ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

    ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

    পাকিস্তানকে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিউজিল্যান্ডের

    পাকিস্তানকে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিউজিল্যান্ডের