ত্রিদেশীয় সিরিজ ৬ নতুন মুখ নিয়ে পাকিস্তান আসছে দক্ষিণ আফ্রিকা

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে জায়গা পেয়েছেন ৬ নতুন মুখ। ফিরেছেন জেরাল্ড কোয়েৎজি। সদ্য হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠেছেন এই পেসার। যে চোটের কারণে চলতি এসএ-২০ টুর্নামেন্টে মাত্র এক ম্যাচ খেলেছিলেন তিনি।

আগামী শনিবার (৮ ফেব্রুয়াারি) নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে পাকিস্তান। ওই দিন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে কিউইরা।

আগামী ১০ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য এই দল ঘোষণা করেছেন সাদা বলের কোচ রব ওয়াল্টার।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে জায়গা করে নেওয়া ৬ নতুন ক্রিকেটারের মধ্যে ৪ জন কোনো আন্তর্জাতিক ক্রিকেটই খেলেননি। বাকি ২ জনের অবশ্য টেস্ট অথবা টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে।

এখনো আন্তর্জাতিক অঙ্গনে পা না রাখা ৪ ক্রিকেটাররা হলেন- ব্যাটার মিকা-ইল প্রিন্স, ফাস্ট বোলার গিডিয়ন পিটার্স ও ইথান বোশ, অলরাউন্ডার মিহলালি এমপংওয়ানা। দলে থাকা ম্যাথিউ ব্রিৎজকে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে সিনুরান মুথুসামি ৪টি টেস্ট খেলেছেন।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, এসএ২০-তে সানরাইজার্স ইস্টার্ন কেপ ও জোহানেসবার্গ সুপার কিংসের মধ্যকার এলিমিনেটর ম্যাচের পর স্কোয়াডে আরও খেলোয়াড় যুক্ত করা হবে। কেশব মহারাজ এবং হেনরিক ক্লাসেন ১২ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দলে থাকবেন। এসএ২০ এর ফাইনালের পর ৯ ফেব্রুয়ারি সিরিজের বাকি ম্যাচগুলোর স্কোয়াড ঘোষণা করা হবে।

এই সিরিজটি তিনটি দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটিই তাদের শেষ প্রস্তুতি। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইতে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে থাকা মার্কো জানসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও রাসি ভ্যান ডার ডুসেন এই সিরিজে অংশ নেবেন না। তারা ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন। ওইদিন করাচিতে সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা গ্রুপ ‘বি’ তে খেলবে। প্রোটিয়াদের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে। এই গ্রুপের অন্য দলগুলো হলো- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

প্রথম ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), ইথান বোশ, ম্যাথিউ ব্রিটজকে, জেরাল্ড কোয়েৎজি, জুনিয়র ডালা, উইয়ান মুলদার, মিহলালি এমপংওয়ানা, সিনুরান মুথুসামি, গিডিয়ন পিটার্স, মিকা-ইল প্রিন্স, জেসন স্মিথ, কাইল ভেরেইনে।

  • Related Posts

    সারাদেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ

    জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এ সমস্যা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। দেশের…

    Continue reading
    ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

    মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরেছেন তিনি। রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে তাদের মধ্যে বৈঠক হয়েছে।…

    Continue reading

    সারাদেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ

    সারাদেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ

    ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

    ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

    হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর

    হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর

    ফিরতি লেগও জিতে ফাইনালে হামজার শেফিল্ড ইউনাইটেড

    ফিরতি লেগও জিতে ফাইনালে হামজার শেফিল্ড ইউনাইটেড