তৃতীয় বিয়ে প্রসঙ্গে যা বললেন ৫৯ বছরের আমির

দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছে বলিউড তারকা আমির খান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমের গুঞ্জন রটেছিল। সম্প্রতি এ প্রসঙ্গে জানতে চাওয়া হয় আমিরের কাছে।

মুম্বাইয়ের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছিল, ফতিমার কারণেই নাকি কিরণের সঙ্গে আমিরের সম্পর্ক ভেঙেছে। এবার শোনা যাচ্ছে, ফাতিমাকেও ছেড়েছেন এই অভিনেতা। এখন ৫৯ বছর বয়সে তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন আমির, জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।

কিছুদিন আগে রিয়া চক্রবর্তীর পডকাস্টে অতিথি হয়েছিলেন আমির খান। সেখানেই তৃতীয় বিয় প্রসঙ্গ ওঠে। আমির খান বলেন, ‘আমার বয়স এখন ৫৯ বছর। আর কবে বিয়ে করব? বিষয়টা এখন কঠিন। এখনও অনেকগুলো সম্পর্কে জড়িয়ে আছি, সন্তানদের সঙ্গে, ভাই-বোনদের সঙ্গে। এসব সম্পর্কে আমি খুব ভালো আছি। একজন ভালো মানুষ হওয়ার জন্য নিজেকে প্রতিদিন প্রস্তুত করছি।’

তবে বৈবাহিক সম্পর্কটাও তার কাছে জরুরি। তিনি আরও বলেন, ‘আমি একাকীত্ব পছন্দ করি না। আমার একজন সঙ্গী অবশ্যই প্রয়োজন। আমার সাবেক স্ত্রী রিনা ও কিরণের সঙ্গেও আমার দারুণ সম্পর্ক। ফলে এতদিন আমি ভবিষ্যত নিয়ে ভাবিনি। এখন দেখা যাক কী হয়।’

‘লাগান’ সিনেমার শুটিংয়ে আমির খানের সঙ্গে কিরণ রাওয়ের পরিচয়। তারপর বন্ধুত্ব, প্রেম ও ২০০৫ সালে তারা বিয়ে করেন। সুখেই কাটছিল তাদের। সারোগেসি মাধ্যমে তাদের সংসারে এসেছে ছেলে আজাদ রাও খান। তারপর একদিন তাদের সুখের সংসারে ছন্দপতন শোনা যায়। ২০২১ সালে আমির ও কিরণ ঠিক করেন, আলাদা হয়ে যাবেন। তবে বন্ধুত্বটা থাকবে।

বিচ্ছেদ ঘোষণা করে তারা লিখেছিলেন, ‘গত ১৫ বছরের দাম্পত্যে আমরা দুজন মধুর কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। যা হাসি-আনন্দে পরিপূর্ণ। আর এর মধ্যে দিয়েই দুজনের সম্পর্কে ধীরে ধীরে বিশ্বাস, সম্মান এবং ভালোবাসার জন্ম নিয়েছিল। এখন আমরা দুজনই জীবনের নতুন পর্ব শুরু করতে যাচ্ছি। স্বামী-স্ত্রী হিসেবে নয়, বরং অভিভাবক হিসেবে। একটি পরিবার হিসেবে। এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি।’

সেখানে তারা আরও লেখেন, ‘আমরা অনেক দিন আগে থেকেই আলাদা থাকার কথা ভাবছিলাম। শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের ওপর কোনো প্রভাব ফেলবে না। আমরা দুজন আজাদকে বড় করে তুলব। একসঙ্গে সিনেমা ও পানি ফাউন্ডেশনের কাজ করব। আমাদের বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ, সব সময় আমাদের পাশে থাকার জন্য। এই সময়টাতেও আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই। এই বিচ্ছেদকে কখনই শেষ নয়, বরং নতুন সূচনা হিসেবে দেখার অনুরোধ জানাচ্ছি।’

এদিকে আমির খান বর্তমানে তার সিনেমা ‘সিতারে জমিন পার’-এর শুটিং করছেন। এটি পরিচালনা করছেন আরএস প্রসন্ন। খেলাধুলা নিয়ে সিনেমার কাহিনি। ২০১৮ সালের স্প্যানিশ সিনেমা ‘চ্যাম্পিয়নস’-এর ওপর ভিত্তি করে ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ।

  • Rofiq Kazi

    Related Posts

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে যাত্রীবাহী একটি বাস উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ…

    Continue reading
    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় যাত্রীদের জন্য প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই লাউঞ্জে ওয়েটিং এরিয়া,…

    Continue reading

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭