তৃতীয় বিয়ে প্রসঙ্গে যা বললেন ৫৯ বছরের আমির

দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছে বলিউড তারকা আমির খান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমের গুঞ্জন রটেছিল। সম্প্রতি এ প্রসঙ্গে জানতে চাওয়া হয় আমিরের কাছে।

মুম্বাইয়ের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছিল, ফতিমার কারণেই নাকি কিরণের সঙ্গে আমিরের সম্পর্ক ভেঙেছে। এবার শোনা যাচ্ছে, ফাতিমাকেও ছেড়েছেন এই অভিনেতা। এখন ৫৯ বছর বয়সে তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন আমির, জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।

কিছুদিন আগে রিয়া চক্রবর্তীর পডকাস্টে অতিথি হয়েছিলেন আমির খান। সেখানেই তৃতীয় বিয় প্রসঙ্গ ওঠে। আমির খান বলেন, ‘আমার বয়স এখন ৫৯ বছর। আর কবে বিয়ে করব? বিষয়টা এখন কঠিন। এখনও অনেকগুলো সম্পর্কে জড়িয়ে আছি, সন্তানদের সঙ্গে, ভাই-বোনদের সঙ্গে। এসব সম্পর্কে আমি খুব ভালো আছি। একজন ভালো মানুষ হওয়ার জন্য নিজেকে প্রতিদিন প্রস্তুত করছি।’

তবে বৈবাহিক সম্পর্কটাও তার কাছে জরুরি। তিনি আরও বলেন, ‘আমি একাকীত্ব পছন্দ করি না। আমার একজন সঙ্গী অবশ্যই প্রয়োজন। আমার সাবেক স্ত্রী রিনা ও কিরণের সঙ্গেও আমার দারুণ সম্পর্ক। ফলে এতদিন আমি ভবিষ্যত নিয়ে ভাবিনি। এখন দেখা যাক কী হয়।’

‘লাগান’ সিনেমার শুটিংয়ে আমির খানের সঙ্গে কিরণ রাওয়ের পরিচয়। তারপর বন্ধুত্ব, প্রেম ও ২০০৫ সালে তারা বিয়ে করেন। সুখেই কাটছিল তাদের। সারোগেসি মাধ্যমে তাদের সংসারে এসেছে ছেলে আজাদ রাও খান। তারপর একদিন তাদের সুখের সংসারে ছন্দপতন শোনা যায়। ২০২১ সালে আমির ও কিরণ ঠিক করেন, আলাদা হয়ে যাবেন। তবে বন্ধুত্বটা থাকবে।

বিচ্ছেদ ঘোষণা করে তারা লিখেছিলেন, ‘গত ১৫ বছরের দাম্পত্যে আমরা দুজন মধুর কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। যা হাসি-আনন্দে পরিপূর্ণ। আর এর মধ্যে দিয়েই দুজনের সম্পর্কে ধীরে ধীরে বিশ্বাস, সম্মান এবং ভালোবাসার জন্ম নিয়েছিল। এখন আমরা দুজনই জীবনের নতুন পর্ব শুরু করতে যাচ্ছি। স্বামী-স্ত্রী হিসেবে নয়, বরং অভিভাবক হিসেবে। একটি পরিবার হিসেবে। এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি।’

সেখানে তারা আরও লেখেন, ‘আমরা অনেক দিন আগে থেকেই আলাদা থাকার কথা ভাবছিলাম। শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের ওপর কোনো প্রভাব ফেলবে না। আমরা দুজন আজাদকে বড় করে তুলব। একসঙ্গে সিনেমা ও পানি ফাউন্ডেশনের কাজ করব। আমাদের বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ, সব সময় আমাদের পাশে থাকার জন্য। এই সময়টাতেও আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই। এই বিচ্ছেদকে কখনই শেষ নয়, বরং নতুন সূচনা হিসেবে দেখার অনুরোধ জানাচ্ছি।’

এদিকে আমির খান বর্তমানে তার সিনেমা ‘সিতারে জমিন পার’-এর শুটিং করছেন। এটি পরিচালনা করছেন আরএস প্রসন্ন। খেলাধুলা নিয়ে সিনেমার কাহিনি। ২০১৮ সালের স্প্যানিশ সিনেমা ‘চ্যাম্পিয়নস’-এর ওপর ভিত্তি করে ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ।

  • Related Posts

    ড. ইউনূস-নরেন্দ্র মোদীর বৈঠক শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা

    ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধান…

    Continue reading
    প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে তার পদ থেকে অপসারণ করেছেন দেশটির সাংবিধানিক আদালত। এর ফলে আগামী ৬০ দিনের মধ্যে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত…

    Continue reading

    ড. ইউনূস-নরেন্দ্র মোদীর বৈঠক শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা

    ড. ইউনূস-নরেন্দ্র মোদীর বৈঠক শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা

    প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন

    প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন

    পাহাড়ে লেগেছে উৎসবের রঙ

    পাহাড়ে লেগেছে উৎসবের রঙ

    চেলসির কাছে হেরে বড় বিপদে টটেনহ্যাম

    চেলসির কাছে হেরে বড় বিপদে টটেনহ্যাম

    বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন

    বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন

    বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব

    বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব

    শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ড. ইউনূস-নরেন্দ্র মোদী

    শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ড. ইউনূস-নরেন্দ্র মোদী

    ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

    ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

    মাদারীপুরে ভোররাতে আগুনে পুড়লো ১৯ দোকান

    মাদারীপুরে ভোররাতে আগুনে পুড়লো ১৯ দোকান

    হায়দরাবাদকে বিশাল ব্যবধানে হারালো কলকাতা

    হায়দরাবাদকে বিশাল ব্যবধানে হারালো কলকাতা