
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় আহত হাতিটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়ার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে হাতিটির মৃত্যু ঘটে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে লোহাগাড়া উপজেলা চুনতি এলাকা থেকে ক্রেনের সাহায্যে আহত হাতিটি উদ্ধার করে একটি রিলিফ ট্রেন। পরে হাতিটিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে আনা হয়।’
বনবিভাগের ওই কর্মকর্তা আরও বলেন, ‘হাতিটির চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চেষ্টার পরও গুরুতর আহত হাতিটির বাঁচানো যায়নি। বিকেল ৪টার দিকে হাতিটির মারা যায়।’
জানা যায়, গত রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দোহাজারী-কক্সবাজার রেলপথের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাসে (হাতি পারাপারের পথ) ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় হাতিটি। এরপর বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়। এরপর হাতিটির চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, ‘ট্রেনের ধাক্কায় আহত হাতিটির আঘাত ছিল খুবই গুরুতর। হাতিটির পেছনের ডান পা ভেঙে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেরুদণ্ডের স্ট্রাকচার, কোমর, ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর। পার্কের হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু হয়। বিকেল ৪টার দিকে হাতিটি মারা গেছে।’
চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন তত্ত্বাবধানে হাতিটির ময়নাতদন্ত করা হয়েছে বলে জানান ওই ভেটেরিনারি সার্জন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুল ইসলাম চৌধুরী জানান, হাতিটি ট্রেনের ধাক্কায় আহত হওয়ার পরপরই আমাদের একটি চিকিৎসা টিম সেখানে কার্যক্রম শুরু করে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে আনা হয়।
পরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রকে প্রধান করে ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সাফারি পার্কের স্বয়ংসম্পূর্ণ ভেটেরিনারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা গেছে। আপ্রাণ চেষ্টা করেও হাতিটি বাঁচানো যায়নি বলে মন্তব্য করেন বনবিভাগের ওই কর্মকর্তা।
রফিকুল ইসলাম জানান, ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের অভ্যন্তরে হাতিটিকে মাটিচাপা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।