
৭ ম্যাচে ৫ জয়ে টেবিলের শীর্ষে গুজরাট টাইটান্স। অ্যাওয়ে ম্যাচে আজ সোমবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হয়েছে শুবমান গিলের দল। এই ম্যাচে টস জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে।
আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত ২৫৯ ম্যাচ খেলেছে কলকাতা। এর মধ্যে মাত্র ৩টি গুজরাটের বিপক্ষে। মূলত গুজরাট নতুন দল হওয়ার কারণে তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কম কলকাতার।
চলতি মৌসুমটা শুরুটা সন্তোষজনক হয়নি কলকাতার। ৭ ম্যাচে জয় মাত্র ৩টিতে। কোনোমতে টুর্নামেন্টে টিকে আছে শাহরুখ খানের দল। টেবিলে তাদের অবস্থান সপ্তম। যে কারণে আজকের ম্যাচে হারলে বিপদ বাড়তে পারে কলকাতার।
গুজরাট টাইটানস একাদশ
শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা
কলকাতা নাইট রাইডার্স একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনিল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং,মঈন আলী, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী