টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড

প্রায় ১৫ ঘণ্টাব্যাপী এক দীর্ঘ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। তার কার্যালয় রোববার (৪ মে) জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুর এই সংবাদ সম্মেলনটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগের রেকর্ড ভেঙে দিয়েছে।

৪৬ বছর বয়সী মুইজ্জু শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন শুরু করেন এবং তা মধ্যরাত পেরিয়ে ১৪ ঘণ্টা ৫৪ মিনিট পর্যন্ত চলে। নামাজের বিরতি ছাড়া বাকিটা সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে গেছেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংবাদ সম্মেলন মধ্যরাতের পরেও চলেছে — যা কোনো রাষ্ট্রপ্রধানের সবচেয়ে দীর্ঘ সংবাদ সম্মেলনের বিশ্বরেকর্ড।

২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের জাতীয় রেকর্ড সংস্থা জানায়, প্রেসিডেন্ট জেলেনস্কি ১৪ ঘণ্টার এক সংবাদ সম্মেলন নিয়ে আগের সাত ঘণ্টার রেকর্ডধারী বেলারুশের শাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে ছাড়িয়ে গিয়েছিলেন।

মালদ্বীপ সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুর এই দীর্ঘ সংবাদ সম্মেলনটি বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, তিনি সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে তথ্যভিত্তিক, ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন।

এ সময় প্রেসিডেন্ট মুইজ্জু সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের পাঠানো প্রশ্নেরও উত্তর দেন।

২০২৩ সালে ক্ষমতায় আসা মুইজ্জু আরও জানিয়েছেন, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত ২০২৫ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে মালদ্বীপ দুই ধাপ এগিয়ে ১৮০ দেশের মধ্যে ১০৪ নম্বরে উঠে এসেছে।

তার এই সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিল প্রায় দুই ডজন সাংবাদিক। সংবাদ সম্মেলন চলাকালে তাদের খাবার সরবরাহ করা হয়েছিল।

এর আগে, ২০০৯ সালে মুইজ্জুর এক পূর্বসূরি মালদ্বীপের সমুদ্রপৃষ্ঠ উচ্চতার ঝুঁকি তুলে ধরতে পানির নিচে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করে আরেকটি বিশ্বরেকর্ড গড়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশীদ ও তার মন্ত্রিসভার সদস্যরা স্কুবা গিয়ারে সজ্জিত হয়ে ভারত মহাসাগরে ডুব দিয়ে সেই বৈঠক করেন, যা সরাসরি সম্প্রচারিত হয়।

  • Related Posts

    কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরেই আমরা দেখছি মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের হতদরিদ্র মানুষ…

    Continue reading
    হামলার আগে দীর্ঘক্ষণ অনুসরণ করা হচ্ছিল হাসনাতকে

    গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার আগে তাকে দীর্ঘক্ষণ অনুসরণ করছিল একদল লোক। হাসনাতের গাড়িটির চালক জানিয়েছেন, কয়েকটি মোটরসাইকেলে থাকা ওই…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা

    কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা

    টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড

    টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড

    হামলার আগে দীর্ঘক্ষণ অনুসরণ করা হচ্ছিল হাসনাতকে

    হামলার আগে দীর্ঘক্ষণ অনুসরণ করা হচ্ছিল হাসনাতকে

    ভোলায় ৮ রুটে বাস চলাচল বন্ধ, জনভোগান্তি

    ভোলায় ৮ রুটে বাস চলাচল বন্ধ, জনভোগান্তি

    আর্সেনালের বিপক্ষে ইতিহাসগড়া জয় বোর্নমাউথের

    আর্সেনালের বিপক্ষে ইতিহাসগড়া জয় বোর্নমাউথের

    আহত তৌসিফ মাহবুব

    আহত তৌসিফ মাহবুব

    নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলার অঙ্গীকার মালয়েশিয়া প্রবাসী তরুণদের

    নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলার অঙ্গীকার মালয়েশিয়া প্রবাসী তরুণদের

    রাতের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়

    রাতের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়

    হুথির ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক

    হুথির ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক

    মুরাদনগরে শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক মিছিলে নেয়ার অভিযোগে পাল্টাপাল্টি মিছিল

    মুরাদনগরে শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক মিছিলে নেয়ার অভিযোগে পাল্টাপাল্টি মিছিল