চেলসিকে হারিয়ে আবারও শীর্ষে লিভারপুল

উলভসের সঙ্গে রোমাঞ্চকর জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তাদের ক্ষণিকের সুখ কেড়ে নিল লিভারপুল।চেলসিকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে তারা।

সবমিলিয়ে নতুন কোচ আর্নে স্লটের অধীনে ১১ ম্যাচে অলরেডদের এটি দশম জয়। অ্যানফিল্ডে ম্যাচের ষষ্ঠ মিনিটে মোহামেদ সালাহর লং বল তাড়া করে এগোচ্ছিলেন দিয়োগো জতা। কিন্তু তাকে মাটিতে ফেলে দেন শেষ ডিফেন্ডার হিসেবে থাকা তোসিন আদাবিয়োয়ো। যদিও সেই ফাউলের কারণে হলুদ কার্ড দেখতে হয়েছে তাকে। তবে একই কাণ্ডে বোর্নমাউথের বিপক্ষে লাল কার্ড দেখেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালাইবা।

জোতা অবশ্য এরপর বেশিক্ষণ খেলতে পারেননি। ইনজুরির অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ম্যাচের ৩০ মিনিটেই। এর আগের মিনিটেই লিভারপুলকে পেনাল্টি থেকে এগিয়ে দেন সালাহ। বক্সের ভেতর কার্তিস জোনসকে ফাউল করে বসেন লেভি কোলউইল।

প্রথমার্ধে স্বাগতিকরা আরও একটি পেনাল্টি পেলেও ভিএআরে বাতিল হয় তা। বিরতির পর ৪৮ মিনিটে নিকলাস জ্যাকসনের গোলে সমতায় ফেরে চেলসি। কিন্তু সেখানে থিতু হওয়ার আগেই আবারও এগিয়ে যায় লিভারপুল। ৫১ মিনিটে দলটির হয়ে জয়সূচক গোলটি করেন জোনস।

এই জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। পেপ গার্দিওলার দল  উলভসের বিপক্ষে সপ্তম মিনিটেই গোল হজম করে। কিন্তু ৩৩ মিনিটে ইয়োস্কো ভার্দিওল ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জন স্টোনসের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এদিকে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে চেলসি।

  • Related Posts

    নারী কমিশনের কিছু সুপারিশ ধর্ম ও নারীকে মুখোমুখি দাঁড় করিয়েছে: এনসিপি

    নারী সংস্কার কমিশন প্রতিনিধিত্বমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে জানিয়েছে এনসিপি। সংগঠনটি বলছে, এই কমিশনের কিছু সুপারিশ ধর্ম নারীকে মুখোমুখি দাঁড় করিয়েছে। তবে প্রস্তাবনার সমালোচনা করতে গিয়ে বিভিন্ন সমাবেশ থেকে নারীদের প্রতি…

    Continue reading
    মুর্শিদাবাদে সহিংসতার ঘটনা পরিকল্পিত: মমতা ব্যানার্জী

    পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সহিংসতার ঘটনা পরিকল্পিত বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (৫ মে) বহরমপুর জেলা শাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা দাঙ্গা করে তাদের…

    Continue reading

    নারী কমিশনের কিছু সুপারিশ ধর্ম ও নারীকে মুখোমুখি দাঁড় করিয়েছে: এনসিপি

    নারী কমিশনের কিছু সুপারিশ ধর্ম ও নারীকে মুখোমুখি দাঁড় করিয়েছে: এনসিপি

    মুর্শিদাবাদে সহিংসতার ঘটনা পরিকল্পিত: মমতা ব্যানার্জী

    মুর্শিদাবাদে সহিংসতার ঘটনা পরিকল্পিত: মমতা ব্যানার্জী

    ভোলায় বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

    ভোলায় বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

    পঞ্চম ম্যাচে হেরে গেলো বাংলাদেশের যুবারা

    পঞ্চম ম্যাচে হেরে গেলো বাংলাদেশের যুবারা