
গ্রিসের পশ্চিমাঞ্চলের ইলিয়া প্রদেশের নেয়া মানোলাদা এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক অস্থায়ী বাসস্থান—স্থানীয়ভাবে পরিচিত ‘পারাঙ্গা’—পুড়ে ছাই হয়ে গেছে। এই পারাঙ্গাগুলোতে মূলত বাংলাদেশি কৃষিশ্রমিকরা বসবাস করতেন। ১৩ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে অনেক বাংলাদেশির পাসপোর্ট, পরিচয়পত্র, নগদ অর্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাত শতাধিক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অনেকেই ধারণা করছেন, কোনো রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যা দ্রুত আশপাশের বসবাসস্থানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, অগ্নিকাণ্ডের ফলে অনেক বাংলাদেশি শ্রমিকের বসবাসের স্থান ও ব্যক্তিগত সম্পদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
ভুক্তভোগীরা জানান, তারা এখন খোলা আকাশের নিচে রয়েছেন এবং জরুরি সহায়তার প্রয়োজন। নেয়া মানোলাদা এলাকায় প্রায় ১০ হাজার বাংলাদেশি কৃষিশ্রমিক কাজ করেন, যারা মূলত স্ট্রবেরি চাষে নিযুক্ত। তাদের অনেকেই অস্থায়ী পারাঙ্গায় বসবাস করেন, যা নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণ।
এর আগে, ২০১৮ এবং ২০২১ সালে একই এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের পারাঙ্গা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল ।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভুক্তভোগী শ্রমিকদের সহায়তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন।
এ ঘটনাটি আবারও নেয়া মানোলাদা এলাকায় বাংলাদেশি শ্রমিকদের বসবাসের ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত শ্রমিকদের নিরাপদ ও মানবিক বসবাসের ব্যবস্থা নিশ্চিত করা, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।