শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় সব গ্রাহককে পাঁচ জিবি ডাটা না দেওয়া হলে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
সচিবালয়ে টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে সমকালীন বিষয়ে বৈঠক শেষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের এ তথ্য জানান।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা এটা ঘোষণা ও নির্দেশনা দিয়েছি চারটি মোবাইল অপারেটরকে। গ্রাহক যখন নেটওয়ার্কে ফিরে এসেছে, তারা ইন্টারনেটে যুক্ত হয়েছে, তাদের তিনদিনের জন্য পাঁচ জিবি ডাটা দেওয়ার ঘোষণা করেছিলাম। এটা অবশ্যই সব অপারেটরকে মানতে হবে। যদি কেউ এটা না মানে এবং আমরা অভিযোগ পাই অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।