
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরেই ক্যানসার ও হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই প্রবীণ শিল্পী। আজ বুধবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একদিকে তিনি ক্যানসার রোগী, অন্যদিকে রয়েছে হার্টের সমস্যা। এর আগেও তিনি দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।’
চিত্রনায়ক জাভেদের স্ত্রীর বরাত দিয়ে সনি রহমান আরও বলেন, ‘জাভেদ ভাই অনেক দিন ধরেই অসুস্থ। আজ হঠাৎ করে অবস্থার অবনতি হলে তাকে বাসার কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।’
প্রসঙ্গত, উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে ১৯৬৪ সালে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় জাভেদের। তবে জনপ্রিয়তা পান ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ ছবির মাধ্যমে, যেখানে তার নায়িকা ছিলেন শাবানা। অভিনয় জীবনে তিনি কাজ করেছেন প্রায় ২০০টি সিনেমায়। নব্বই দশক পর্যন্ত সিনেমা জগতে তার ছিল গৌরবময় সময়।