
কাশ্মীর সীমান্তে ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর আবারও গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।
ওই বিবৃতিতে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি ও আখনূর এলাকার উল্টোদিকে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র থেকে গুলি এবং কামানের গোলাবর্ষণ করেছে। ভারতীয় সেনারা এর জবাব দিয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। তবে গোলাগুলির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) সকালে ওই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্স এবং জিও টিভি এ তথ্য নিশ্চিত করে। তবে কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বা এ থেকে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে বুধবার ভোরের দিকে পাকিস্তানের অন্তত ৯ স্থানের ২৪টি স্থাপনায় হামলা চালায় ভারত। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেন।
মূলত ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ শুরু থেকেই তা প্রত্যাখ্যান করে আসছে। পহেলগামে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানের নয় স্থানে হামলা চালিয়েছে নয়াদিল্লি।
ভারতের হামলার পর পাকিস্তানের সঙ্গে সীমান্তে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তান জানিয়েছে, তারা ওই হামলার জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পর এই প্রথম পরমাণু অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে এত বড় সামরিক সংঘর্ষ ঘটলো।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে অন্তত ১২টি দেশের কূটনীতিকদের জানিয়েছে, পাকিস্তান যদি জবাব দেয়, তাহলে ভারতও আবার পাল্টা জবাব দেবে। ফলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে।