
ছোটপর্দার জনপ্রিয় মুখ আফরান নিশোকে নিয়ে ভক্তদের আগ্রহ এখন যেন একটু বেশিই। বিশেষ করে, যখন থেকে বড়পর্দায় আগমন ঘটে অভিনেতার। প্রথম ছবি ‘সুড়ঙ্গ’তে কাজ করার পর সিনে দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে আসেন নিশো। এর দুই বছর অপেক্ষার পর নতুন ‘দাগি’ ছবিতে আগমন তার।
ছবির প্রচারণায় আজ (২৭ মার্চ) বিকেলে গুলশানে ‘দাগি’ প্রেস মিট আফরান নিশো কয়েদি পোশাক পরে আসেন। তাকে দেখে সবাই চমকে যান। এ সময় তিনি বলেন, ‘ঈদে আসছে, দেখতে হবে প্রেক্ষাগৃহে গিয়ে।’
সম্প্রতি ইউটিউব ও ফেসবুকে ‘দাগি’র টিজার মুক্তি পেয়েছে। নিশোর ভিন্ন রূপ। উঠে আসে জেল জীবনে থাকা এক ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি। টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই অভিনেতাকে এই লুকে দেখে দর্শক ও ভক্তরা নড়েচড়ে বসেছেন, তা বলার বাকি রাখে না। এর আগের সিনেমাটির টিজার আসার ঘোষণা দেওয়া হয়, তখন থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন দর্শক–ভক্তরা। বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তারা।
জানা গেছে, এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। দাগি এই নির্মাতার দ্বিতীয় সিনেমা। সদ্য মুক্তি পাওয়া এই ছবির টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।