বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। তবে সেখানেই হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে যায়। গায়িকার কনসার্টের মাঝেই মারধরের হুমকি দেয় জনৈক ব্যক্তি। ইতোমধ্যে পৌষালীর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
মঞ্চে একের পর এক গান করছিলেন পৌষালী। হঠাৎ সাউন্ড ইঞ্জিনিয়ারকে মারধরের কথা তার কানে এলে মুহূর্তে গান থামিয়ে শ্রোতাদের দিকে প্রশ্ন ছুড়ে দেন এ সংগীতশিল্পী। সবার কাছে পৌষালী জানতে চান— তার টিমম্যানকে কে মারার হুমকি দিয়েছে?
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পৌষালী বলেন, এ ঘটনাটি কয়েক মাস আগের। কিন্তু বিষয়টি এখনো আমাদের সঙ্গে লেগেই রয়েছে। আসলে সবসময়ই অ্যাটেনশন পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন কিছু মানুষ। সোনারপুরে সেদিন অনুষ্ঠান করতে গিয়েছি। নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক, যা হয় আরকি।
পৌষালী বলেন, সোনারপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের দায়িত্বে যারা ছিলেন, তারা সেদিন খুব সাপোর্ট করেছেন আমাকে। তারা ওখান থেকে ওই ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।
গায়িকা বলেন, খুব স্বাভাবিকভাবেই সাউন্ড ইঞ্জিনিয়ার ভয় পেয়ে গিয়েছিলেন। আমাকে বলছেন— দিদি আমাকে মারবে বলেছে। আমি শুনে তো অবাক। এ কী অবস্থা? মারবে বললেই হলো? মাঝেমধ্যেই এ রকম কত রকম ঘটনার যে সম্মুখীন হতে হয় আমাদের কী বলব।
এ বিষয়ে সাউন্ড ইঞ্জিনিয়ার বাপি বাবু বলেন, কিছু মানুষ আছে, যারা বিনাকারণে ঝামেলা করতে চলে আসে। তাদেরই একজন ছিলেন ওই ব্যক্তি। সেদিন অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ একজন এসে আমাকে মারতে চায়। পরে সেটি যখন দিদি জানতে পারেন, কমিটিকে জানানো হয়। তাদের কানে কথাটা যেতেই অনুষ্ঠান থেকে ওই ব্যক্তিকে বের করে দেন তারা।