
দু’দিন আগেই আরও দুই বছরের জন্য লিভারপুলে থেকে যাওয়ার চুক্তি স্বাক্ষর করলেন মোহাম্মদ সালাহ। পারিশ্রমিকও বেড়েছে তার। হয়েছেন প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।
মাঠের পারফরম্যান্সেও সেই ঝাঁঝ দেখালেন তিনি। ওয়েস্টহ্যামের বিপক্ষে গোল করতে পারেননি। তবে গোলে অবদান ছিল তার। সে সঙ্গে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন তিনি। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগে ৪৫টি গোলের সঙ্গে যুক্ত ছিলেন সালাহ। এর মধ্যে ২৭ গোল করেছেন নিজে, ১৮টি করেছেন অ্যাসিস্ট।
সালাহর এমন কৃতিত্বের দিনে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেলো লিভারপুল। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ১৩ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লিভারপুল। ৩২ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৭৬। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৩। লিগে আর বাকি ৬ রাউন্ড ম্যাচ।
১৮ মিনিটে মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে বল পেয়ে ওয়েস্টহ্যামের জালে জড়িয়ে দেন লুইজ দিয়াজ। ৮৬ মিনিটে আত্মঘাতি গোলে ওয়েস্টহ্যামকে সমতায় ফিরিয়ে আনে লিভারপুলই। অ্যান্ড্রু রবার্টসন নিজেদের জালে বল জড়িয়ে দেন। এর তিন মিনিট পরই, ৮৯তম মিনিটে ভিরগিল ফন ডাইক রক্ষা করেন লিভারপুলকে। শেষ পর্যন্ত ২-১ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।