উন্মুক্ত হচ্ছে কক্সবাজার মডেল মসজিদ, উদ্বোধন করবেন ড. ইউনূস

কক্সবাজার জেলা কেন্দ্রীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের যাত্রা শুরু হচ্ছে শুক্রবার (১৪ মার্চ)। ওইদিন নবনির্মিত এ মসজিদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে। এ উপলক্ষে মসজিদ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।

জেলা শহরের প্রাণকেন্দ্র কাচারি পাহাড়ে পুরোনো কেন্দ্রীয় জামে মসজিদটি ভেঙে সেখানে আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলীতে চার তলাবিশিষ্ট কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণপূর্ত বিভাগ ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে সুরম্য এ মসজিদটি।

কক্সবাজার গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী ও প্রকল্প তদারক কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, বহুমুখী সুবিধাসম্বলিত মসজিদ ভবনটি ১৭ কোটি ২০ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ভবনটির কাজ শতভাগ সম্পন্ন। ভবনটির নিচতলায় গাড়ি পার্কিং, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, পাম্প রুম, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালকের অফিস, পুরুষ মুসল্লির অজুখানা, জেনারেটর রুম, মরদেহ ধোয়ার ঘর, প্রতিবন্ধীদের নামাজ কক্ষ, গণশিক্ষা কেন্দ্র, ডাইনিং রুম, রান্নাঘর, স্টোররুম, ইসলামিক বুক সেন্টার ও গার্ডরুম।

দ্বিতীয় তলায় নামাজের মূল স্থান, পুরুষ মুসল্লির অজুখানা, ইসলামি ফাউন্ডেশনের পরিচালকের অফিস, হিসাবরক্ষকের রুম, ইসলামি ফাউন্ডেশনের সাধারণ কর্মচারীদের রুম, ইসলামি গবেষণা কেন্দ্র, ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালকের কক্ষ। তৃতীয় তলায় পুরুষ ও নারীদের পৃথক নামাজের স্থান, পুরুষ ও নারীদের পৃথক অজুখানা, ইসলামি লাইব্রেরি ও সম্মেলন কক্ষ। চতুর্থ তলায় পুরুষদের নামাজের স্থান, হেফজখানা, পুরুষ মুসল্লিদের অজুখানা, ইমামের কক্ষ, শিক্ষকদের কক্ষ, খাদেম ও মোয়াজ্জেমের কক্ষ, দুটি গেস্ট রুম ও বারান্দা রয়েছে।

আরও জানানো হয়, নতুন মসজিদের ভেতরে নারী-পুরুষ মিলিয়ে এক হাজার ২০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের জায়গা আছে। বাইরের খোলা জায়গাসহ হিসাব করলে একসঙ্গে প্রায় দুই হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে নবনির্মিত কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পর আসরের নামাজের মাধ্যমে সর্বস্তরের মুসলমানদের নামাজ আদায়ের জন্য মসজিদটি উম্মুক্ত করে দেওয়া হবে। বুধবার থেকে সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফাহমিদা বেগম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবার সহযোগিতায় অনুষ্ঠান সফল করতে পারবো বলে আশা করছি।

প্রসঙ্গত, ১৯১৯ খ্রিষ্টাব্দে কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মুনসী উজির আলীসহ কয়েকজন হিতৈষী ব্যক্তির উদ্যোগে কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদটি প্রতিষ্ঠা হয়। প্রথমে মসজিদটির নাম ছিল ‘মুনসী উজির আলী মসজিদ’। পরে এটিকে ‘কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ’ নামকরণ করা হয়। এখন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সারাদেশের ন্যায় ‘কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

  • Related Posts

    ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের

    হাবিবুর রহমান মুন্না।। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবেকুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে আগামী শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায়…

    Continue reading
    ধর্ষণের বিচার দাবিতে ঢাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

    মাগুরায় মারা যাওয়া শিশুটির ধর্ষণে অভিযুক্তদের বিচার দাবিতে মশাল মিছিল করছে ছাত্র-জনতা। মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিও করা হয়েছে।   বৃহস্পতিবার (১৩ মার্চ)…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের

    ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের

    ধর্ষণের বিচার দাবিতে ঢাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

    ধর্ষণের বিচার দাবিতে ঢাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

    শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস

    শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস

    যুদ্ধবিরতি কার্যকরে যেসব শর্ত দিলো রাশিয়া

    যুদ্ধবিরতি কার্যকরে যেসব শর্ত দিলো রাশিয়া

    ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল স্ত্রীর, সংকটাপন্ন স্বামী

    ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল স্ত্রীর, সংকটাপন্ন স্বামী

    বিজয়ের ঝোড়ো ফিফটি, গাজী গ্রুপের তৃতীয় জয়

    বিজয়ের ঝোড়ো ফিফটি, গাজী গ্রুপের তৃতীয় জয়

    পিকলবল খেলতে গিয়ে আহত ভাগ্যশ্রী,পড়ল ১৩ সেলাই

    পিকলবল খেলতে গিয়ে আহত ভাগ্যশ্রী,পড়ল ১৩ সেলাই

    মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আড়াই লাখ অবৈধ প্রবাসী

    মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আড়াই লাখ অবৈধ প্রবাসী

    আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু আইন উপদেষ্টা

    আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু আইন উপদেষ্টা

    শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

    শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ