উন্মুক্ত হচ্ছে কক্সবাজার মডেল মসজিদ, উদ্বোধন করবেন ড. ইউনূস

কক্সবাজার জেলা কেন্দ্রীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের যাত্রা শুরু হচ্ছে শুক্রবার (১৪ মার্চ)। ওইদিন নবনির্মিত এ মসজিদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে। এ উপলক্ষে মসজিদ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।

জেলা শহরের প্রাণকেন্দ্র কাচারি পাহাড়ে পুরোনো কেন্দ্রীয় জামে মসজিদটি ভেঙে সেখানে আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলীতে চার তলাবিশিষ্ট কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণপূর্ত বিভাগ ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে সুরম্য এ মসজিদটি।

কক্সবাজার গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী ও প্রকল্প তদারক কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, বহুমুখী সুবিধাসম্বলিত মসজিদ ভবনটি ১৭ কোটি ২০ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ভবনটির কাজ শতভাগ সম্পন্ন। ভবনটির নিচতলায় গাড়ি পার্কিং, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, পাম্প রুম, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালকের অফিস, পুরুষ মুসল্লির অজুখানা, জেনারেটর রুম, মরদেহ ধোয়ার ঘর, প্রতিবন্ধীদের নামাজ কক্ষ, গণশিক্ষা কেন্দ্র, ডাইনিং রুম, রান্নাঘর, স্টোররুম, ইসলামিক বুক সেন্টার ও গার্ডরুম।

দ্বিতীয় তলায় নামাজের মূল স্থান, পুরুষ মুসল্লির অজুখানা, ইসলামি ফাউন্ডেশনের পরিচালকের অফিস, হিসাবরক্ষকের রুম, ইসলামি ফাউন্ডেশনের সাধারণ কর্মচারীদের রুম, ইসলামি গবেষণা কেন্দ্র, ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালকের কক্ষ। তৃতীয় তলায় পুরুষ ও নারীদের পৃথক নামাজের স্থান, পুরুষ ও নারীদের পৃথক অজুখানা, ইসলামি লাইব্রেরি ও সম্মেলন কক্ষ। চতুর্থ তলায় পুরুষদের নামাজের স্থান, হেফজখানা, পুরুষ মুসল্লিদের অজুখানা, ইমামের কক্ষ, শিক্ষকদের কক্ষ, খাদেম ও মোয়াজ্জেমের কক্ষ, দুটি গেস্ট রুম ও বারান্দা রয়েছে।

আরও জানানো হয়, নতুন মসজিদের ভেতরে নারী-পুরুষ মিলিয়ে এক হাজার ২০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের জায়গা আছে। বাইরের খোলা জায়গাসহ হিসাব করলে একসঙ্গে প্রায় দুই হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে নবনির্মিত কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পর আসরের নামাজের মাধ্যমে সর্বস্তরের মুসলমানদের নামাজ আদায়ের জন্য মসজিদটি উম্মুক্ত করে দেওয়া হবে। বুধবার থেকে সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফাহমিদা বেগম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবার সহযোগিতায় অনুষ্ঠান সফল করতে পারবো বলে আশা করছি।

প্রসঙ্গত, ১৯১৯ খ্রিষ্টাব্দে কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মুনসী উজির আলীসহ কয়েকজন হিতৈষী ব্যক্তির উদ্যোগে কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদটি প্রতিষ্ঠা হয়। প্রথমে মসজিদটির নাম ছিল ‘মুনসী উজির আলী মসজিদ’। পরে এটিকে ‘কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ’ নামকরণ করা হয়। এখন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সারাদেশের ন্যায় ‘কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

  • Related Posts

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, আমরা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ দেখি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    যুক্তরাষ্ট্রের মিজৌরির সেন্ট লুইসের ওপর দিয়ে বয়ে যাওয়া সম্ভাব্য একটি টর্নেডোসহ প্রবল ঝড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার। খবর এপির। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

    বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

    চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

    চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

    আটকে আছে ‘থান্ডারবোল্টস’ মুক্তি, ক্ষোভে হামলার হুমকি দর্শকের!

    আটকে আছে ‘থান্ডারবোল্টস’ মুক্তি, ক্ষোভে হামলার হুমকি দর্শকের!

    মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

    মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান