শনিবার (৯ নভেম্বর) দেশটির বাতুয়াজি জেলার বাতাম শহরের তানজুনগুনকাং পিটি এলএ ইঞ্জিনিয়ারিংয়ের একটি জাহাজ নির্মাণ কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
রোববার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন বেরেলাং পুলিশের অপরাধ তদন্ত ইউনিটের প্রধান একেপি এম ডেবি ট্রাই আন্দ্রেস্টিয়ান।
পুলিশ জানায়, শনিবার সকালের দিকে কারখানার ভেতরে কাজ করা অবস্থায় হঠাৎ উপরে থাকা ক্রেনের একটি ভারী বস্তু আনোয়ারের মাথায় পড়ে। এই ঘটনার পর তাকে তাৎক্ষণিকভাবে বাতুয়াজি আরএসইউডি-ইএফ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে আনোয়ারের লাশ বাটামের এমবুং ফাতিমা হাসপাতালের মর্গে রয়েছে এবং দ্রুতই লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানায় পুলিশ।
নিহত আনোয়ার ওই কারখানার একজন সুপারভাইজার ছিলেন। তিনি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাতাম শহরে থাকতেন।