‘আমি যে আন্দোলনে গিয়েছি, আব্বু–আম্মু সেটা জানতই না’ অভিনেত্রী সাফা কবির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আসে। অনেক শিক্ষার্থী পরবর্তী সময়ে দেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন। কেউ কাজ করেন নিজের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে, কেউ কেউ আবার দিনের পর দিন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন। তাঁদের কষ্টের সঙ্গে নিজের কষ্ট ভাগাভাগি করলেন অভিনেত্রী সাফা কবির। তিনি বলেন, ‘ফ্যান ছাড়া রোদে শুটিং করি, আমরা বুঝি রোদে শিক্ষার্থীদের ট্রাফিকের কাজের কষ্ট।’

সাফা কবির আজ সন্ধ্যায় এসেছিলেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত মেরিল ক্যাফে লাইফ অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন, ‘ট্রাফিকের কাজ; কিন্তু শিক্ষার্থীরা এটা করছে। এ জন্য তাদের বাহবা দেওয়া উচিত। আমরা যারা শিল্পী তারা কিন্তু এভাবেই মাঠঘাটে রাস্তায় দাঁড়িয়ে শুটিং করি। সারা দিন ফ্যান ছাড়া রোদে শুটিং করি, আমরা বুঝি শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকার কষ্ট। স্টুডেন্ট যারা এটা করছে, তাদের আমরা অ্যাপ্রিশিয়েট করি। পরে রেদওয়ান রনি ভাই বললেন আমরা কীভাবে তাদের উৎসাহিত করতে পারি। সেই কারণেই পানি দিয়ে হলেও তাদের সাহায্য করার চেষ্টা করেছি।’

শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনে পাশে ছিলেন সাফা কবির। পরে দেশে পরিবর্তন এলে দেশকে নিয়ে নতুন করে ভাবনার কথা জানালেন মেরিল ক্যাফে লাইভে। এই সময়ে শিক্ষার্থীদের প্রশংসা করে এই তরুণ অভিনেত্রী বলেন, ‘দেশটা পরিবর্তনের সঙ্গে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশি হিসেবে আমরা সব সময় অন্যের ভুল ধরার সুযোগ খুঁজি। এভাবে ভুল না ধরে আমি যতটুকু জানি, সেটা শেখানো হলে বা কেউ ভুল করলে শুধরে দিতে পারি। যে কিছু পারছে তাকেও কিন্তু শেখানো যায়। আমাদের ধ্যানধারণায় পরিবর্তন আনতে হবে।’

গত মে মাসে এই অভিনেত্রীর মা একটা অনুষ্ঠানে সেরা মা হিসেবে পুরস্কার পান। সেটা সাফার কাছে খুব গর্বের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার কাজের জন্য সম্মাননা না পাইলেও কোনো আফসোস নাই। মা সম্মাননা পেয়েছে, এটাই চিরস্মরণীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’

আন্দোলনে অংশ নেওয়া নিয়ে মজার ঘটনা ভাগাভাগি করলেন সাফা। তিনি বলেন, ‘আমি যে আন্দোলনে গিয়েছি, আম্মু-আব্বু সেটা জানতই না। একদমই না। কারণ, বাবা জার্মানি থাকেন। বাবা সব সময় বলতেন, দরজা–জানালা বন্ধ করে রাখতে। কিন্তু আমি নিজেকে ধরে রাখতে পারিনি। কারণ, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ১৯ জুলাই যখন আমি বাইরে যাই তখন মা-বাবা মনে করেছিলেন আমি ঘুমাচ্ছি।’
শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। অবশেষে বিরতি দিয়ে আগামীকাল থেকে শুটিং শুরু করছেন সাফা।

  • Rofiq Kazi

    Related Posts

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে যাত্রীবাহী একটি বাস উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ…

    Continue reading
    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় যাত্রীদের জন্য প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই লাউঞ্জে ওয়েটিং এরিয়া,…

    Continue reading

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭