সিরিজের প্রথম ওয়ানডেতে পাওয়া চোটে শঙ্কা জেগেছিল দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির চিকিৎসক দেলোয়ার হোসেন।
সিরিজের প্রথম ওয়ানডে এমনিতেই ভালো যায়নি বাংলাদেশের। সুবিধাজনক অবস্থানে থেকেও আফগানিস্তানের বিপক্ষে হতাশার হার উপহার দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ২৩৬ রান তাড়া করতে নেমে ২৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয় লাল সবুজরা।
হতাশার সে হারের পর আবার দুশ্চিন্তা তৈরি হয় উইকেটরক্ষক ব্যাটার মুশফিককে নিয়ে। আফগানিস্তানের ইনিংসের শেষদিকে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। যার কারণে নিজের নির্ধারিত পজিশনেও ব্যাট করতে আসেননি তিনি। আঙুলের প্রাথমিক শুশ্রূষা করে সাত নম্বর পজিশনে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ক্রিজে নেমে সুবিধা করতে পারেননি। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন।
ধারণা করা হচ্ছিল, তিনি যে চোট পেয়েছেন তাতে দ্বিতীয় ম্যাচটি মিস করতে পারেন। কিন্তু তার চোটের ধরন তীব্র হওয়ায় সিরিজের শেষ দুই ওয়ানডেতে আর তার খেলা হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষায় তার আঙুলে ফাঁটল ধরা পড়েছে। যার কারণে আপাতত পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সিনিয়র এ ক্রিকেটারকে।
মুশফিকের ইনজুরি নিয়ে দলের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনী আঙুলে চোট পান মুশফিক। ম্যাচের পর এক্স-রে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তার ডিপ জয়েন্টের কাছে বাঁ তর্জনীতে ফাঁটল ধরা পড়েছে। তিনি দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না।’
আপাতত পর্যবেক্ষণে থাকবেন মুশফিক। তবে কতদিনের মধ্যে তিনি চোট কাটিয়ে উঠবেন সেটা নিশ্চিত করা হয়নি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ আর শেষ ওয়ানডে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।