আফগানদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে। হারলেই সিরিজ হাতছাড়া। এমন পরিস্থিতিতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬৮ রানের বড় ব্যবধানেই হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সমতা ফিরিয়ে সিরিজ জয়ের সম্ভাবনাও ধরে রেখেছে টাইগাররা।

প্রথম ম্যাচেও ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের কক্ষপথেই ছিল বাংলাদেশ; কিন্তু এক গজনফরকে পড়তে না পারায় অকাতরে উইকেট বিলাতে হয়েছে। ফলস্বরূপ ৯১ রানের বিশাল ব্যবধানে হার।

আজ অবশ্য টস জিতে ব্যাট করতে নামার পর সেই গজনফারকে বেশ ভালোভাবেই সামলেছে বাংলাদেশের ব্যাটাররা। তানজিদ তামিম এবং নাসুম আহমেদ ছাড়া আর কেউ গজনফারকে উইকেট দেয়নি। ফলে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ২৫২ রানে।

এই রান তাড়া করতে নেমে সেদিকুল্লাহ আতাল আর রহমত শাহ শুরুতে একটু প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু তাদের এই প্রতিরোধ ভেঙে পড়ে নাসুম আহমেদের ঘূর্ণিতে। শেষ পর্যন্ত ৪৩.৩ ওভারে ১৮৪ রান তুলতে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রহমানুল্লাহ গুরবাজের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপরই ৫২ রানের জুটি গড়ে তোলেন সেদিকুল্লাহ আতাল এবং রহমত শাহ। এই জুটি ভাঙেন নাসুম আহমেদ। ৫১ বলে ৩৯ রান করে আউট হন আতাল। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে আফগানদের।

মোস্তাফিজুর রহমানের বলে হাশমতউল্লাহ শহিদি আউট হন ১৭ রান করে। আজমতউল্লাহ ওমরজাই গোল্ডেন ডাক মেরে বসেন, নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে। গুলবাদিন নাইব ২৬ রান করে আউট হন। মোহাম্মদ নবি করেন ১৭ রান। রশিদ খান ১৪ রান করে আউট হন মোস্তাফিজের বলে। পরের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি বাংলাদেশের বোলারদের সামনে। শেষ পর্যন্ত ৪৩.৩ ওভারে ১৮৪ রান করে অলআউট আফগানিস্তান।

নাসুম আহমেদ নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। একটি উইকেট নেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ব্যাট হাতে ৭৬ রানের সময়োপযোগী ইনিংস খেলা অধিনায়ক শান্ত ম্যাচসেরা হয়েছেন।

  • Related Posts

    মোটরসাইকেল কিনতে ঋণ পাবেন পুলিশ সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টা

    পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনার জন্য ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রথম পর্যায়ে পুলিশের এসআই ও এএসআইদের এ ঋণ দেওয়া…

    Continue reading
    নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক

    পহেলগামে হামলার পর চলমান অবস্থা ও জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিল্লির বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করছেন। এতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি জাতীয়…

    Continue reading

    মোটরসাইকেল কিনতে ঋণ পাবেন পুলিশ সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টা

    মোটরসাইকেল কিনতে ঋণ পাবেন পুলিশ সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টা

    নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক

    নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক

    ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধ নিহত

    ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধ নিহত

    আইপিএল ঘরের মাঠে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠালো দিল্লি

    আইপিএল ঘরের মাঠে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠালো দিল্লি

    মেহজাবীনের সিনেমা বিদেশে পুরস্কৃত

    মেহজাবীনের সিনেমা বিদেশে পুরস্কৃত

    মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে দূতাবাসের পাসপোর্ট সেবা

    মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে দূতাবাসের পাসপোর্ট সেবা

    ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

    ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

    শেখ রেহানার স্বামীসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    শেখ রেহানার স্বামীসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    অনুমতিহীন হজের চেষ্টা করলে কড়া শাস্তির ঘোষণা সৌদি আরবের

    অনুমতিহীন হজের চেষ্টা করলে কড়া শাস্তির ঘোষণা সৌদি আরবের

    ইরানে বিস্ফোরণ ৪৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো আগুন, নিহত বেড়ে ৭০

    ইরানে বিস্ফোরণ ৪৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো আগুন, নিহত বেড়ে ৭০