
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজন করেছিল দুই দিনব্যাপী আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা। ভুটান, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের ১৬৯ জন জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।
বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে ৬ স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১০ ব্রোঞ্জ জিতে। নেপাল জুডো অ্যাসোসিয়েশন হয়েছে রানার্সআপ। তারা পেয়েছে ৫ স্বর্ণ, ১ রৌপ্য ও ৫ ব্রোঞ্জ।
বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো. গোলাম মাবুদ হাসান সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন। উপস্থিত ছিলেন বিকেএসপি কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. ইমরান হাসান, উপ-পরিচালক (প্রশাসন) মো: ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।
বিকেএসপির স্বর্ণ পদক বিজয়ীরা হলেন -৪৫ কেজি ওজন শ্রেণিতে মো. জাহিদ হাসান, -৫০ কেজি ওজন শ্রেণিতে মো. ওয়াদুদ রহমান রনি,-৫৫ কেজি ওজন শ্রেণিতে এ্যপ্রু শাই মারমা, -৪৪ কেজি ওজন শ্রেণিতে রেমি হাসি, -৬৩ কেজি ওজন শ্রেণিতে অনিকা আক্তার ও +৬৩ কেজি ওজন শ্রেণিতে ফাবিহা বুশরা।