সময়টা দারুণ কাটছে লঙ্কান ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিসের। সেপ্টেম্বর মাসে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। যার স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বর মাসের সেরার পুরস্কার উঠেছে তার হাতে। সেরার লড়াইয়ে কামিন্দু পেছনে ফেলেছেন স্বদেশী ক্রিকেটার প্রভাত জয়সুরিয়া এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।
সেপ্টেম্বরের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশ করেছে আইসিসি। পুরুষদের সেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস আর নারীদের সেরা ইংল্যান্ডের ব্যাটার টেমি বাউমন্ট।
গত মাসে চারটি টেস্ট খেলেছেন কামিন্দু। সেই চার টেস্টে ৯০.২০ গড়ে ৪৫১ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের এক ইনিংসে ১১৪, আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে খেলেন ক্যারিয়ারসেরা ১৮২ রানের ইনিংস।
এছাড়াও, ইংল্যান্ডের বিপক্ষে ৭৪ এবং ৬৪ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শুধু তাই নয়, ক্যারিয়ারের প্রথম আট টেস্টের সবকটিতে কমপক্ষে একটি ফিফটি হাঁকানো প্রথম ব্যাটার কামিন্দু। একইসঙ্গে ৭৫ বছরের ইতিহাসে টেস্টে দ্রুততম এক হাজার রানের মাইলফলকও গড়েছেন তিনি।
এর আগেও মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন কামিন্দু। চলতি বছরের মার্চে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি।