
আইপিএলের ৪৮তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে টস জিতেছেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল, ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ কলকাতা প্রথমে ব্যাটিং করবে।
দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে দিল্লি। ৯ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা তালিকার চার নম্বরে। ৯ ম্যাচের ৩ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচে কলকাতার পয়েন্ট ৭। তারা আছে সাত নম্বরে।