
জমজমাট আইপিএল আসর চলছে। এরই মধ্যে চাঞ্চল্যকর এক খবরে তোলপাড়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর খবর অনুযায়ী, আইপিএলের ১৮তম আসরে ফিক্সিংয়ের চেষ্টা চলছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ (আকসু) এরইমধ্যে লিগের ১০টি দলকেই সতর্ক করেছে।
আকসু সতর্ক করে সকলকে বলে দিয়েছে যে, যদি কেউ কারও সঙ্গে কোনও রকম যোগাযোগ করার চেষ্টা করে, তবে অবিলম্বে যেন তারা রিপোর্ট করে।
ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, আকসু বিশ্বাস করে যে, হায়দরাবাদভিত্তিক একজন ব্যবসায়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছেন। যদিও তিনি কে, এখনও তা প্রকাশ করা হয়নি। তবে এটা নিশ্চিতভাবে প্রকাশ পেয়েছে যে, এই ব্যবসায়ীর বুকিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।
তিনি এর আগেও এই ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার একটা পুরনো রেকর্ড আছে। তাই আইপিএলের সঙ্গে যে কোনওভাবে যুক্ত সব ব্যক্তিকেই সতর্ক করেছে আকসু। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে, ‘যদি এই ব্যবসায়ী কোনওভাবে কারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তবে অবিলম্বে রিপোর্ট করুন। তার সঙ্গে সম্ভাব্য কোন সম্পর্ক বা সম্পৃক্ততা আছে কিনা, তাও প্রকাশ করুন।’
প্রতিবেদন অনুসারে, এই ব্যক্তি নিজেকে ভক্ত বলে পরিচয় দিয়ে খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। তাকে টিম হোটেল এবং ম্যাচেও দেখা গিয়েছে বলে খবর। তিনি আইপিএলের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে ব্যক্তিগত পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছেন। এমনও তথ্য আছে যে, তিনি কেবল দলের সদস্যদেরই নয়, তাদের পরিবারকেও উপহার দিচ্ছেন।
ক্রিকবাজের তথ্যমতে, একজন ভক্ত হিসেবে নিজেকে উপস্থাপন করছেন সেই ব্যক্তি। তিনি খেলোয়াড়, কোচ এবং ধারাভাষ্যকারদের পরিবারের সদস্যদের গয়নার দোকান এবং দামি হোটেলে নিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশে বসবাসকারী আইপিএলে যুক্ত বিভিন্ন সদস্যের আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছেন। তাই আগাম সতর্কতা জারি করে দিয়েছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ।