অনলাইনে প্রতারণা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৬ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অনলাইনে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ৪৬ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। তবে কতজন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন তা জানা যায়নি।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) বুধবার (১৯ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের কুচাই লামার বিলাসবহুল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জেআইএম এর উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টার দিকে অভিযানে চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, লাওস ও থাইল্যান্ডের ৪৬ অভিবাসীকে গ্রেফতার করা হয়। তাদের বয়স ২৩ থেকে ৫৪ বছরের মধ্যে।

ইমিগ্রেশন বিভাগ বলছে, প্রায় তিন সপ্তাহ ধরে জনসাধারণের এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা গেছে, একটি সিন্ডিকেট কল সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য অফিস স্পেস ভাড়া করে। এই কল সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের সোনা, সম্পত্তি, বিলাসবহুল জাহাজ, স্টক বিনিয়োগ এবং বিদেশি মুদ্রা কেনার প্রস্তাব দিয়ে প্রতারণা করা হতো। তারা কেবল স্থানীয়দেরই লক্ষ্য করেনি, বরং বিদেশের, বিশেষ করে তাদের নিজস্ব দেশ থেকে আসা গ্রাহক বা ভুক্তভোগীদেরও মধ্যে কার্যক্রম চালায়।

জাফরি বলেন, ধারণা করা হচ্ছে প্রায় তিন মাস ধরে এই সিন্ডিকেট কাজ করছে। তারা ফেসবুক, টিকটক, উইচ্যাট, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অন্যান্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুক্তভোগীদের খুঁজে বের করে।

তিনি বলেন, সিন্ডিকেটটি একটি ফোন নম্বরের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে এবং ভুক্তভোগীরা যখন আগ্রহ দেখাতে শুরু করে তখন তাদের প্রশাসকের সঙ্গে সংযুক্ত একটি লিংক পাঠিয়ে সিন্ডিকেট সদস্যদের দেওয়া অ্যাকাউন্টে কিছু টাকা স্থানান্তর করতে বলে।

এছাড়া চক্রটি, অনলাইন জুয়া পরিষেবা এবং প্রেমের ফাঁদে ফেলেও প্রতারণা করে বলে জানান তিনি।

জাফরি এমবক তাহা আরও বলেন, প্রতারক চক্রটি প্রতিদিন আনুমানিক ১ লাখ রিঙ্গিত থেকে দেড় লাখ রিঙ্গিত আয় করতো। চক্রের সদস্যরা প্রতি মাসে প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ রিঙ্গিত মজুরি পেতেন।

এই কর্মকর্তা বলেন, অভিযানে সময় দুটি সার্ভার র্যাক, চারটি ল্যাপটপ, ৮৮টি মোবাইল ফোন, তিনটি রাউটার, চারটি মডেম, ২৬টি সিমকার্ড এবং নগদ ১ লাখ রিঙ্গিতসহ বেশ কয়েকটি সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে গ্রেফতারদের বৈধ পাস ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, পাসের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং সামাজিক পরিদর্শন পাসের শর্ত লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৫১(৫)(খ) ধারার অধীনে গ্রেফতার দেখানো হয়েছে।

  • Related Posts

    খিলগাঁও মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

    রাজধানীর খিলগাঁও মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি…

    Continue reading
    রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

    রমজানে মসজিদে নামাজের সময় ছবি বা ভিডিও করা বন্ধে পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের ইসলামিবিষয়ক মন্ত্রণালয়। বলা হয়েছে, নামাজের সময় মুসল্লি ও ইমামের ছবি বা ভিডিও করার জন্য কেউ ক্যামেরা ব্যবহার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খিলগাঁও মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

    খিলগাঁও মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

    রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

    রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

    থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে নিহত চালক, আহত ২ শ্রমিক

    থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে নিহত চালক, আহত ২ শ্রমিক

    আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য বেধে দিলো দক্ষিণ আফ্রিকা

    আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য বেধে দিলো দক্ষিণ আফ্রিকা

    অটো চালাচ্ছেন সালমান

    অটো চালাচ্ছেন সালমান

    কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠালো ৪৫ বাংলাদেশিকে

    কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠালো ৪৫ বাংলাদেশিকে

    মহান একুশে শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

    মহান একুশে শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

    তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

    তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

    সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত ২

    সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত ২

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান